খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনে বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে দুইঘণ্টার প্রতীক অনশনে বসেছেন দলটির নেতা-কর্মীরা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হয়।

বিএনপি নেতারা বলেছেন, ঢাকা ছাড়াও পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে এই কর্মসূচি চলছে। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি সম্বলিত ব্যানার এবং বিএনপিনেত্রীর বড় বড় ছবি নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

 বিএনপির এই কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের গেইটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলের প্রবীণ নেতাদের মধ্যে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক প্রমুখ। এ সময় ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর