‘সরকার ক্ষমতার অপব্যবহার করছে’

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

‘সরকার ক্ষমতার অপব্যবহার করছে’

ফাতেমা জান্নাত মুমু  • রাঙামাটি

আওয়ামীলীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  

আজ (১২ সেপ্টেম্বর, বুধবার) সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে আয়োজিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিচার কার্যক্রম কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে সমাবেশ ও প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, ‘এ সরকারের কাছে দেশ ও দেশের মানুষ এখন জিম্মি। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ।

দেশে আওয়ামী লীগের একক শাসনতন্ত্র চলছে। বিশেষ করে শেখ হাসিনা সরকার দেশে আধিপত্য বিস্তার করতে বিনা দোষে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিচ্ছে। এটা জাতি মেনে নিবেনা। সময় এসেছে প্রতিবাদ করার।
দ্রুত জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে। ’

news24bd.tv

বিএনপি কেন্দ্রীয় নেতা শামীম আরও বলেন, ‘বর্তমান সরকার এখন যে পথে এগোচ্ছে, সে পথ হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার পথ। এখানে জনগণের রায় দেয়ার কোনো সুযোগ নেই। আর জনগণের রায় নেয়ার কোনো ইচ্ছেও নেই তাদের। তাই জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলনের পথ খুঁজে নিতে হবে। ’

‘আন্দোলন ছাড়া কোন অধিকার প্রতিষ্ঠিত হয় না। এ আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করতে হবে। ’

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় ছিনিয়ে আনতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, মহিলা সম্পাদিকা মিনারা আরশাদ উপস্থিত ছিলেন।



মুমু▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর