শোলাকিয়ায় জঙ্গি হামলা: ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

শোলাকিয়ায় জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত আসামিরা

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

টিটু দাস ○ কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের শোলকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আজ (১২ সেপ্টেম্বর, বুধবার) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।  

পুলিশ সুপার জানান, এ মামলায় ২৩ জনের সম্পৃক্তা পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ১৮জন এরই মধ্যে নিহত হয়েছে।

বাকি ৫ আসামি কারাগারে রয়েছে।  

অভিযুক্ত ৫ আসামি হলেন- কিশোরগঞ্জের জাহিদুল হক তানিম, গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ও মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং কুষ্টিয়ার সবুর খান হাসান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই (ঈদ-উল-ফিতরের দিন) শোলাকিয়া মাঠের পাশে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ ৩জন নিহত হন। ওই হামলার দীর্ঘ তদন্ত শেষে আটক ৫আসামির সম্পৃক্তার প্রমাণ পায় তদন্তকারী দল।

পরে তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।  


টিটু▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর