সেই বাঘিনীর 'প্রাণভিক্ষার' আবেদন খারিজ

সুন্দরবনে বাঘ। সংগৃহীত ছবি

সেই বাঘিনীর 'প্রাণভিক্ষার' আবেদন খারিজ

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

ধরতে না পারলে ভারতে মানুষ মারা সেই বাঘিনীকে গুলি করে মারা হবে। বাঘিনীকে যেন গুলি করে হত্যা না করা হয়, এ মর্মে করা এক আপিল আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত বলেছে, বনরক্ষীরা যদি বাঘটিকে ধরতে ব্যর্থ হয় এবং গুলি করে হত্যা করতে বাধ্য হয় তাহলে আদালত এতে হস্তক্ষেপ করবে না।

মহারাষ্ট্র রাজ্যে বনভূমির কাছে গরুছাগল চরানোর সময় পাঁচজন গ্রামবাসী বাঘটির হাতে নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, বাঘিনীটির হাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, একটি মাত্র বাঘের হাতে এত লোক আক্রান্ত হওয়া খুবই অস্বাভাবিক। এখানে অন্য কোন বিষয় থাকতে পারে।

আরও পড়ুন: সুন্দরবনে কমছে বাঘ, হত্যায় জড়িত ৩২ প্রভাবশালী

বনরক্ষীরা বাঘটিকে ধরার পরিকল্পনা করার পর বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা আদালতে আপীল করেন যে, বাঘিনীটির প্রতি দয়া দেখানো হোক।

ভারতীয় সংবাদমাধ্যমে একে প্রাণভিক্ষার আবেদন বলে অভিহিত করা হয়।

এদিকে সংরক্ষণকর্মীরা বলছেন, বন বিভাগ এটা প্রমাণ করতে পারেনি যে গ্রামবাসীর মৃত্যুর জন্য বাঘিনীটিই দায়ী।

সম্পর্কিত খবর