যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করবে ইরান-রাশিয়া-চীন-ইইউ

যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ইরান-রাশিয়া-চীন-ইইউ।

যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করবে ইরান-রাশিয়া-চীন-ইইউ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ইরান, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য আগামী দিনগুলোতে এসব দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করবে।

রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে এসব কথা উঠে এসেছে।

তিনি বলেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য কিছু কর্ম-পরিকল্পনা করেছে।

এর আওতায় মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেওয়ার জন্য এসব দেশ ও সংস্থা ঐক্যবদ্ধ উপায় খুঁজে বের করবে।

মার্কিন চাপের মুখে ইরানের সঙ্গে সহযোগিতা না করায় ইউরোপীয় কোম্পানিগুলোর সমালোচনা করেছেন রিয়াবকভ। যা ইউরোপীয় কোম্পানিগুলোর এ ধরনের নীতি ভুল। আর এ ভুল থেকে বেরিয়ে আসতে হবে।

মার্কিন নিষেধাজ্ঞার মুখে সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচাতে ইউরোপীয় কোম্পানিগুলোকে আর্থিক সমর্থন দেওয়ার পদক্ষেপ নেয় ইইউ। কিন্তু তারা মার্কিন চাপের কাছে অনেকটা নতিস্বীকার করে ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে অপরাগতা প্রকাশ করে।

ফলে ইইউ’র পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপের এ পদক্ষেপ ইরানের সঙ্গে তাদের সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করে।

(নিউজ টোয়েন্টিফোর/ তৌহিদ)

সম্পর্কিত খবর