চ্যানেলগুলোকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণের আহ্বান

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা গ্রহণ করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলাকে আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেলগুলোকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ ও পরীক্ষামূলক সম্প্রচারের পর সেবা গ্রহণ করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলাকে আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। কাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তারানা হালিম বলেন, ‌‘সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে কোনো ধরনের সমস্যা ছাড়াই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। বিটিভিতে সরাসরি তরঙ্গ নিয়ে প্রচার করছে।

বিটিভির কাছ থেকে চ্যানেল নাইনও এই তরঙ্গ নিয়ে খেলা দেখাচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘এতদিন বিটিভি এশিয়া স্যাট থেকে ডাউন লিঙ্ক করে দেখাচ্ছিল। আমরা দেখেছি, এর জন্য টেন্ডার করতে হয়, প্রসেস অনেক দীর্ঘ হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কল্যাণে আমরা এখন সরাসরি এই প্রসেসগুলো এড়াতে পারছি।

আমাদের ইচ্ছে যতোদিন এশিয়া স্যাটের সঙ্গে চুক্তি থাকবে, ততোদিন এশিয়া স্যাট এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-দুটোই সমানভাবে ব্যবহার করবো। ’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিটিভি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করতে পারছে। কারণ ১৬টি জেলায় বিটিভির টাওয়ার আছে। গাজীপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আর্থ স্টেশন থেকে তরঙ্গ নিয়ে ব্যবহার করছি। ১৬টি টাওয়ার থাকায় কাজ সহজ হয়েছে। প্রাইভেট যে চ্যানেলগুলো আছে, তাদেরকেও আহ্বান জানিয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইটের তরঙ্গ নিয়ে ব্যবহার করার জন্য। ’

তারানা হালিম আরও বলেন, ‘এরই মধ্যে বিএসসিসিএল জানিয়েছে, দেশের সব স্যাটেলাইট টিভি অপারেটর প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ সেবাদানে সক্ষম। বিটিআরসি থেকে তরঙ্গ পাওয়া সাপেক্ষে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা গ্রহণ করার জন্য বিএসসিসিএলের সঙ্গে যোগাযোগ করার জন্য সব টিভি চ্যানেলগুলোকে অনুরোধ জানাচ্ছি। ’

‘সরকারি এবং বেসরকারি চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে তরঙ্গ নিয়ে ব্যবহার করলে দেশের টাকা দেশেই থাকবে। সুনাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা চাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের তরঙ্গ ব্যবহার হোক, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হোক, দেশের টাকা দেশেই থাকুক’- যোগ করেন সাবেক এই চিত্রনায়িকা।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর