আত্মঘাতী নারীদের ৩৭ ভাগই ভারতীয়

প্রতীকী ছবি

আত্মঘাতী নারীদের ৩৭ ভাগই ভারতীয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গোটা বিশ্বে যত নারী আত্মহত্যা করেন, তার ৩৭ ভাগই ভারতীয়! আর সে দেশের পুরুষদের ক্ষেত্রে আত্মহত্যার হার ২৪ শতাংশ।

গেল বুধবার ‘ল্যান্সেট পাবলিক হেলথ স্টাডি’ নামে একটি সংস্থা কর্তৃক প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ওই সমীক্ষায় ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত আত্মহত্যাকারীদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ওই সময়ের মধ্যে ভারতে আত্মহত্যার সংখ্যা বেড়েছে ৪০%।

‘ল্যান্সেট পাবলিক হেলথ স্টাডি’ বলছে, ভারতে আত্মঘাতীদের মধ্যে ৬৩% এর বয়স ১৫ থেকে ৩৯ বছরের মধ্যে। দেশটিতে মৃত্যুর কারণের মধ্যে আত্মহত্যাই এক নম্বরে। আর সারা বিশ্বে মৃত্যুর প্রধান কারণের মধ্যে আত্মহত্যা রয়েছে তিন নম্বরে।

২০১৬ সালে ভারতে ২ লাখ ৩০ হাজার ৩১৪ জন আত্মহনন করেছেন।

আত্মহত্যার সংখ্যা বেশি কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ (বাংলা), অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ত্রিপুরায়। পুরুষদের আত্মহত্যার প্রবণতা বেশি কেরালা ও ছত্তিশগড়ে।

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, সারা বিশ্বে যেখানে ১ লাখ নারী পিছু ৭ জন আত্মঘাতী হন, সেখানে ভারতে তা ১ লাখে ১৫ জন। আত্মঘাতীদের মধ্যে বিবাহিতাদের সংখ্যাই বেশি। পুরুষদের ক্ষেত্রে বয়স্করা আত্মহত্যা করে বেশি।

ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা, খারাপ স্বাস্থ্য, আর্থিক সঙ্কটই ভারতে আত্মহত্যার মূল কারণ।

সমীক্ষায় আরও দেখা যাচ্ছে, ৮০ বছরের বেশি বয়সীদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সামাজিক বিচ্ছিন্নতা, অবসাদ, শারীরিক অক্ষমতা, নিজেকে পরিবারের বোঝা ভাবাই এর কারণ।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর