চীনের কারণে বন্যায় ডুবতে পারে বাংলাদেশ!

বন্যায় ডুবতে পারে বাংলাদেশ

চীনের কারণে বন্যায় ডুবতে পারে বাংলাদেশ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতের সাংপো নদীতে ৫০ বছরের মধ্যে পানির স্তর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে। আর এই অতিরিক্ত পানি বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে ছেড়ে দিয়েছে চীন!

ইতোমধ্যে দিল্লিকে নাকি এই সতর্কবার্তা পাঠিয়েছে চীনা সরকার। ভারত এই সতর্কবার্তা পাওয়ার পরেই বাংলাদেশকে সতর্ক করেছে। বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে ঢাকাকে এখন থেকে সাবধান হওয়ার জন্য বলেছে প্রতিবেশী দেশটি।

ভারত চিঠিতে জানায়, তিব্বতে প্রবল বর্ষণের কারণে সাংপো নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে চীন ব্রহ্মপুত্রে পানি ছেড়ে দিয়েছে।  

শুধু একবার নয়, দফায় দফায় সেই পানি ছাড়া হচ্ছে বলে ঢাকাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে ভারতের অরুণাচল-আসাম-সিকিমসহ আশেপাশের রাজ্যগুলোতে বন্যা হতে পারে।

এর প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: কলকাতা ২৪X৭

অরিন▐ NEWS24

 

সম্পর্কিত খবর