ওয়াসার পানি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

ওয়াসার পানি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

ওয়াসার পানি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা ওয়াসার সেবার মান উন্নয়ন ও ‘ওয়াটার ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট’ প্রোগ্রামের আওতায় পানি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ খুলনায় ওয়াসার প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ, দাতা সংস্থা জাইকার সিনিয়র প্রতিনিধি ইয়াসুহিরো কাওয়াজোয়ি ও ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্কের গ্রোগ্রাম সমন্বয়ক বিনয়ক দাস।

আয়োজকরা জানান, নগর পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশাসন ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উৎসাহিত করতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
 
সেমিনারে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম ওয়াসার উচ্চপদস্থ কর্মকর্তা, পানি ব্যবস্থাপনায় জড়িত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর