ভাড়াটে গুণ্ডা দিয়ে মনুকে খুন করান স্ত্রী ও ছোট ভাই

আটক মনু হত্যার পরিকল্পনাকারী ও খুনিরা

ভাড়াটে গুণ্ডা দিয়ে মনুকে খুন করান স্ত্রী ও ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৯ বছর ধরে ভাবি কাজল রেখার(৩০) সঙ্গে পরকীয়া প্রেম চলছিলো দেবর আজমল হক মিন্টুর। এতে বাধা হয়ে দাঁড়ান বড় ভাই মনিরুজ্জামান মনির ওরফে মনু (৩৫)।

ভাবি ও দেবর মিলে পথের কাঁটা মনুকে সরাতে তাই ৩ গুণ্ডাকে ভাড়া করেন। পরে সুযোগ বুঝে ভাড়াটে গুণ্ডারা পথের কাঁটা মনুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

এ ঘটনায় পুলিশ নিহত মনুর স্ত্রী কাজল রেখা, তার ছোট ভাই আজমল হক মিন্টু ও তিন ভাড়াটে খুনি আব্দুল মান্নান, সোহাগ ও ফাহিমকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি ও মনুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ (১৫ সেপ্টেম্বর, শনিবার) রাজধানীর গুলশানস্থ ডিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।

এর আগে গেল ৮ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা থানাধীন সাতারকুল এলাকায় রাস্তার পাশে গলা ও পেটে ছুরিকাঘাত করা একটি লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে গেলে অভিযুক্ত ছোট ভাই আজমলই নিশ্চিত করেন এটি তার বড় ভাই মনিরুজ্জামান মনি ওরফে মনুর লাশ।

ডিসি মোস্তাক আহমেদ বলেন, নিহতের স্ত্রী ও তার ছোট ভাইপিন্টুর মধ্যে ৯ বছর ধরে পরকীয়া প্রেম চলছিল। তাদের এই সম্পর্কের মাঝের বাধা সরানোর জন্য মনুকে দীর্ঘদিন ধরে হত্যার পরিকল্পনা করে আসছিল দেবর-ভাবি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে মনুকে হত্যা করার জন্য ১ লাখ টাকার বিনিময়ে ঢাকার ৩ জন ভাড়াটে খুনির সঙ্গে চুক্তি করে দেবর-ভাবি। তারা খুনিদের অগ্রিম ৩০ হাজার টাকাও দেয়। পরে সুযোগ বুঝে খুনিরা মনুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

খুনের পরিকল্পনাকারী দেবর ও ভাবি নিজেদের ওপর থেকে সন্দেহের তীর এড়ানোর জন্য বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের একপর্যায়ে দেবর-ভাবিকে পুলিশের সন্দেহ হয়। পরে নিহতের স্ত্রী কাজল রেখাকে আটক করে পুলিশ।  

পরবর্তীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি এই খুনের পরিকল্পনার কথা স্বীকার করেন। কাজল এবং তার দেবর মিলে কিভাবে হত্যার পরিকল্পনা করেন এবং খুনিদের দিয়ে কিভাবে বাস্তবায়ন করেন, তার বিস্তারিত বর্ণনা দেন।

ইতোমধ্যে কাজল রেখার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে পেশ করা হয়েছে বলে জানান ডিসি মোস্তাক আহমেদ।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর