ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানি দূতাবাসে হামলা

প্যারিসে ইরানি দূতাবাসে হামলা।

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানি দূতাবাসে হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরাকে কুর্দি সন্ত্রাসীদের ওপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দুর্বৃত্তরা ইরানি দূতাবাসে এ হামলা চালালো। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের দূতাবাসে এ হামলা চালানো হয়।

হামলাকারীরা ইরানের পতাকাকে অসম্মান করে। দূতাবাস ভবনে পাথরসহ নানা ধরনের বস্তু ছুঁড়ে মারে।

এতে ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম দুর্বৃত্তদেরকে ইরানের কুর্দিস্তান কোমালা পার্টির সমর্থক বলে চিহ্নিত করেছে। এ সন্ত্রাসী গোষ্ঠী ইরাকে অবস্থান করে গত কয়েক দশক ধরে ইরান-বিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছে।

প্যারিস দূতাবাসে হামলার বিষয়ে ইরান অথবা ফ্রান্সের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।

গত শনিবার আইআরজিসি নিশ্চিত করেছিল যে, তারা সাতটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাক সীমান্তের ভেতরে কুর্দি সন্ত্রাসী কমান্ডারদের এক সমাবেশ হামলা চালায়।

আইআরজিসি এও বলেছিল, ইরাকে অবস্থানরত কুর্দি সন্ত্রাসীদের সব ধরনের চলাচলের ওপর গভীর নজর রাখা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর