মাঝরাতে আগুন, খাগড়াছড়িতে পুড়লো ২০ দোকান

খাগড়াছড়ির পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২০ টি দোকান ও বসতঘর।

মাঝরাতে আগুন, খাগড়াছড়িতে পুড়লো ২০ দোকান

মো: জহুরুল আলম, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২০ টি দোকান ও বসতঘর। শনিবার  রাতে উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে এককোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বসতবাড়ি থেকে মালামাল বের করতে গিয়ে মো: মনির নামে একজন আহত হয়েছেন।

আহত ব্যক্তি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
   
প্রত্যক্ষদর্শীরা জানান, পানছড়ি পুরাতন বাজার এলাকার একটি তোষকের দোকান থেকে আগুনের লেলীহান শিখা দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে স্থানীয়দের সহায়তা করে। পানছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ২৫ কিলোমিটার দূরের খাগড়াছড়ি সদর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে যেতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে অভিযোগ করেছেন স্থানীয়রা।
 
 
পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, আগুনের সূত্রপাত সর্ম্পকে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এককোটি  টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর