খুলনায় মন্দির থেকে প্রতিমার স্বর্ণালঙ্কার চুরি

আর্য্য ধর্মসভা মন্দির, খুলনা

খুলনায় মন্দির থেকে প্রতিমার স্বর্ণালঙ্কার চুরি

সামছুজ্জামান শাহীন • খুলনা

খুলনায় মহানগরীর আর্য্য ধর্মসভা মন্দির থেকে ৭টি প্রতিমার কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আজ (১৬ সেপ্টেম্বর, রোববার) গভীর রাতে চোরেরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। সকালে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

মন্দিরে সিসি ক্যামেরা থাকলেও চোরেরা তা সুকৌশলে এড়িয়ে গেছে।

এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা করেছে মন্দির কর্তৃপক্ষ। মামলা নং-২৬ (তারিখ ১৬/০৯/২০১৮ইং)।  
news24bd.tv
আর্য্য ধর্মসভা মন্দিরে কালির প্রতিমা। এখান থেকেই চুরি হয়ে গেছে স্বর্ণালঙ্কার

আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা জানান, পুরোহিতরা প্রতি রাতের মতো কালও মন্দিরের গেটে তালা দিয়ে চলে যায়।

রবিবার সকালে মন্দিরে এসে তারা গেটের তালা ভাঙা দেখতে পেয়ে কমিটির নেতৃবৃন্দকে খবর দেয়। পরে মন্দিরের ৭টি প্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনা দেখে পুলিশে খবর দেয়া হয়।  

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে।  


শাহীন▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর