রাস্তায় গাছ ফেলে ডাকাতি!

রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা [ফাইল ছবি]

রাস্তায় গাছ ফেলে ডাকাতি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাতে ওই এলাকার রাবার বাগানের কাছে গাড়ি আটকিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় একদল ডাকাত।

ডাকাতদলের সদস্যরা রাস্তায় গাছ ফেলে ঢাকা-মৌলভীবাজার পুরাতন মহাসড়ক বন্ধ করে ৭-৮টি বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটর সাইকেল আটক করে লুটপাট করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা হয়েছে।

এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাইছড়া রাবার বাগানের কাছে ডাকাতদলের সদস্যরা গত রাতে পাশের একটি গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় ফেলে রাখা গাছের দুই পাশে আটকে পড়া যানবাহনে লুটপাট করে।  

খবর পেয়ে আশপাশ এলাকার লোকজন এবং কামাইছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম আলী বলেন, কামাইছড়ার পূর্বদিকে রাবার বাগানের কাছে ডাকাতির চেষ্টা হয়েছে। কিন্তু ডাকাত দলের সদস্যরা লুটপাট করার আগেই পুলিশ ও জনতা ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, যথাসময়ে পুলিশ ও জনতার তৎপরতায় ডাকাতির চেষ্টাটি ব্যর্থ হয়েছে।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর