ভারতে পাচারকালে রোহিঙ্গা নারী আটক

সন্তানসহ আটক রোহিঙ্গা নারী সোহানা

ভারতে পাচারকালে রোহিঙ্গা নারী আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতে পাচারের সময় ৪ সন্তানসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। ভারতে কাজ দেওয়ার নামে সে দেশে তাদের পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।  

আজ (১৭ সেপ্টেম্বর, সোমবার) দুপুরে জয়পুরহাটে সদর উপজেলার পাইকরতলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ৫ জন হলেন- কক্সবাজারের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা (৩০) এবং তার চার শিশুপুত্র তানিম হোসেন (১০), নাইম হোসেন (৭), রবিউল ইসলাম (৪) ও হাবিবুর রহমান (১)।

আটক সোহানার উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম নামে এক দালাল ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়।

পরে সোহানা, তার স্বামী ফায়েজ ও ৪ শিশু সন্তানকে নিয়ে ওই দালাল জয়পুরহাটের সীমান্ত দিয়ে ভারতে নেয়ার চেষ্টা করছিলেন।  

এ সময় পাইকরতলি এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশে জানায়। পরে পুলিশ সোহানা ও তার সন্তানদের আটক করে থানায় নিয়ে এলেও তার স্বামী ও দালাল পালিয়ে যান।




অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর