‘২০৪৭ সালেও ভারত ভাগ হবে’

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা গিরিরাজ সিং

‘২০৪৭ সালেও ভারত ভাগ হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০৪৭ সালে ফের ভারত ভাগ হবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা গিরিরাজ সিং। তার সে মন্তব্য নিয়ে বিরোধীরা সমালোচনা করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় গিরিরাজ সিং বলেন, ‘১৯৪৭ সালে ধর্মেরভিত্তিতে দেশভাগ হয়েছিল একইরকম পরিস্থিতি ২০৪৭ সালেও হবে। গত ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে বেড়ে হয়েছে ১৩৫.৭ কোটি।

বিভাজনকারী শক্তির জনসংখ্যা বিস্ফোরণ ভয়াবহ। এখন তো ৩৫-এ ধারা নিয়ে গোলযোগ হচ্ছে। আগামী দিনে তো ভারতকে এই নামে ডাকাও অসম্ভব হবে। ’

রোববার গণমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতার ওই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিরোধী নেতারা গিরিরাজ সিংয়ের সমালোচনা করেছেন।

  

বিহারের আরজেডি নেতা ভাই বীরেন্দ্র বলেছেন, ‘বিজেপি নেতা-মন্ত্রীরা ভয় ও বিদ্বেষের রাজনীতি করছেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ওদের পুনরায় ক্ষমতাসীন হওয়ার আশা পূরণ হবে না। ’

আরজেডি বলছে, ‘তাঁর এ ধরণের মন্তব্য করার কোনো অধিকার নেই। মন্ত্রিত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া উচিত। ’

কংগ্রেস নেতা প্রেমচন্দ্র বলেছেন, ‘টুইট ছাড়া ওনার কোনো কাজ নেই। উনি কেবল সামাজিক পরিবেশ নষ্ট করার কাজ করছেন। ’

বিজেপি এমপি আর কে সিংও অবশ্য গিরিরাজের মন্তব্যকে ‘ভুল’ বলে অভিহিত করে বলেন, ‘অনুপ্রবেশ ও জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই বড় সমস্যা। কিন্তু তাকে ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট করে দেখা উচিত নয়। ’

গিরিরাজ সিং এরআগেও বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর