স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্ক

কেনিয়ার নারী।

স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্ক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কেনিয়ার অসচ্ছল নারীদের বড় একটা অংশ স্যানিটারি পণ্যের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হচ্ছেন। ইউনিসেফের বিশেষ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় উল্লেখ করা হয়, আফ্রিকার দারিদ্র্য পীড়িত দেশ কেনিয়ায় ঋতুস্রাব নিয়ে নানা কুসংস্কার বিদ্যমান। ঋতুস্রাব নিয়ে লজ্জার মুখে পড়তে হয় নারীদের।

কেনিয়ার রাজধানী নাইরোবির সবচেয়ে বড় বস্তি কিবেরার ৬৫ ভাগ নারীই স্যানিটারি প্যাডের জন্য যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হয়েছেন। কেনিয়ার পশ্চিমাঞ্চলের ১০ ভাগ বয়ঃপ্রাপ্ত কিশোরীই স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্ক গড়েছেন।

গবেষণায় দেখা গেছে, মাত্র ২২ ভাগ স্কুলছাত্রী তাদের স্যানিটারি পণ্য নিজেরাই কিনেছে। কিন্তু ৫৪ ভাগ জানিয়েছে, অর্থাভাবে তারা স্যানিটারি পণ্য কিনতে গিয়ে বিপাকে পড়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর