নাইজেরিয়ায় বন্যা, নিহত শতাধিক

এলাকা ছাড়ছে নাইজেরিয়ার বন্যা দুর্গত মানুষ

নাইজেরিয়ায় বন্যা, নিহত শতাধিক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারি বর্ষণের কারণে নাইজার ও বেনু নদীর পানি বেড়ে যাওয়ায় নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চল বন্যায় ডুবে গেছে। চলতি সপ্তাহ থেকে শুরু হওয়া এই বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দেশের ১২টি রাজ্যে আঘাত হেনেছে বন্যা।

তবে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৪ রাজ্য কোগি, নাইজার, আনাম্ব্রা ও ডেল্টা। ফলে ওই রাজ্যেগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র সানি দাত্তি জানান, ‘বন্যা কবলিত ১০ রাজ্যে কমপক্ষে ১শ জন প্রাণ হারিয়েছে।

news24bd.tv

বন্যায় বহু ঘর-বাড়ি তলিয়ে গেছে এবং ভেসে গেছে ক্ষেতের ফসল।

এ অবস্থায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছেন দেশটির আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

এদিকে, বন্যা দুর্গতদের জন্য ৮২ লাখ মার্কিন ডলার ত্রাণ সরবরাহ করেছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

 

সূত্র: বিবিসি, প্রিমিয়ার টাইমস, ওকে আফ্রিকা

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর