অপহরণের ৯দিন পর যুবক উদ্ধার

গাজীপুর জেলার মানচিত্র

অপহরণের ৯দিন পর যুবক উদ্ধার

শেখ সফিউদ্দিন জিন্নাহ্ • নিজস্ব প্রতিবেদক

ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় থেকে অপহরণের ১১ দিন পর গাজীপুরের কালীগঞ্জ থেকে শাহাদাত হোসেন সোহাগ (৩২) নামে এক পরিবহন ব্যবসায়ীকে উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।  

উদ্ধারকৃত সোহাগ পটুয়াখালী সদরের খলিশাখালি গ্রামের মজিবুর রহমানের ছেলে। অপহরণের সঙ্গে জড়িত মানিক (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিক গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ডেমরা 
গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

অপহৃত সোহাগের স্ত্রী সেলিনা আক্তার জানান, ‘আমার স্বামী গেল ৭ সেপ্টেম্বর বাড়ি থেকে গাড়ির মালামাল ক্রয় করতে ঢাকায় যায়। মোবাইল ফোনে সে আমাকে জানায়, ঢাকায় তার বড় ভাই নিজামের বাসায় আছে। ৯ সেপ্টেম্বর বিকেলে নিজাম ভাইয়ের বাসা থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলনা। ’

‘১০ সেপ্টেম্বর আমার স্বামীর মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলে একটি কল আসে।

আমি ফোন রিসিভ করলে কোনো পরিচয় না দিয়েই আমার স্বামীর মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা নিয়ে ঢাকায় যেতে বলে। আমি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা আমার সাথে ৫ লাখ টাকায় দফারফা করে। ’

একপর্যায়ে অপহরণকারীরা টাকা নিয়ে আমাকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুরে আসতে বলে। মুক্তিপণের টাকা না দিলে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। ’ 

‘গতকাল (১৭ সেপ্টেম্বর) বিকেলে আমি কাপাসিয়া থানায় এসে আমার স্বামীর অপহরণের বিষয়টি জানাই। কাপাসিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন সন্ধায় চাঁদপুর বাজার জামে মসজিদের সামনে থেকে আসামি মানিককে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যমতে ওই রাতে পাশ্ববর্তী কালিগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের একটি বাড়ি থেকে আমার স্বামীকে উদ্ধার করে। ’

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ‘অপহৃতের স্ত্রী থানায় এসে ঘটনাটি জানালে দ্রুত পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জান খানের নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্যের একটি দল পাঠাই। পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী মানিককে গ্রেপ্তার করে ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। ’

এ ঘটনায় এজাহার নামীয় ৭জন ও অজ্ঞাত ২ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। আজ (১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার) আসামি মানিককে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


জিন্নাহ্▐ অরিন▐ NEWS24