মদিনায় হাজীদের উপর নিষেধাজ্ঞা

জিনের পাহাড়।

মদিনায় হাজীদের উপর নিষেধাজ্ঞা

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব প্রতিনিধি

মদিনা থেকে ৩০কিলোমিটার দূরের ওয়াদী আল বায়দা যা জীনের পাহাড় নামে পরিচিত। হজ বা ওমরাহ ছাড়াও সারা বছরই স্থানটি দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী।

সৌদি সরকারের ভাষ্য, সেখানে অলৌকিক কিছু নাই তাই অযথা সেখানে গিয়ে সময় নষ্ট না করতে বলা হচ্ছিল। কিন্তু চলতি হজ মৌসুমে দর্শনার্থীদের ভীর বেড়ে যাওয়ায় সেখানে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

সম্প্রতি মদিনা হজ মিশনকেও বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- সেখানে কোনো চালক যদি হাজীদের নিয়ে যান তাহলে ৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। সেই সঙ্গে হাজীদের ব্যাপারেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর