ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে: ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম।

ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে: ওয়াসিম আকরাম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত-পাকিস্তানের ম্যাচে দু’দলই প্রচণ্ড স্নায়ুচাপে ভোগে। এশিয়া কাপের এ আসরে দু’দল একই গ্রুপে পড়ায় দেখা হয়ে যাচ্ছে আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের। কোহলিবিহীন ভারতের বিপক্ষে পাকিস্তানি বোলাররা এগিয়ে থাকবেন বলে মনে করেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

এবারের আসরের অন্যতম ফেভারিট পাকিস্তান।

ভারত সব সময় এশিয়া কাপের শক্তিশালী দল। সম্প্রতি বিশ্বক্রিকেটের শীর্ষ প্রতিদ্বন্দ্বী দল ভারত। এবারের আসরে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। আর কোহলির অনুপস্থিতি ভারতের বিপক্ষে পাকিস্তানি বোলারদের মানসিকভাবে এগিয়ে রাখবে বলে মনে করেন আকরাম।

তার মতে, ভারতীয় দল সব সময় বিশেষ বিশেষ খেলোয়াড়ের ওপর নির্ভরশীল। নিজের সময়ের অভিজ্ঞতার কথা জানিয়ে পাকিস্তানের হয়ে ৪১৪ টেস্ট উইকেটের মালিক ওয়াসিম আকরাম বলেছেন, ‘কাগজে-কলমে ভারত এশিয়া কাপের ফেভারিট দল। বিরাট কোহলির অনুপস্থিতিতেও তারা ফেভারিট। কিন্তু ইনজুরি বা অন্য কোনো কারণে যখন শচীন টেন্ডুলকার পাকিস্তানের বিপক্ষে খেলত না, বোলার হিসেবে আমার আত্মবিশ্বাস তখন বেড়ে যেত।

কারণ ভারতীয় দল গাভাস্কার, শচীন, আজহারউদ্দিনদের মতো খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিল। ’

কোহলি দলে না থাকায় সেই সুবিধা পাকিস্তানি বোলাররা পাবেন বলে মনে করেন আকরাম, ‘বর্তমান পাকিস্তান দলও এ সুবিধা পাবে। কারণ কোহলি দলে নেই। যদিও ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ খুবই ভালো। কিন্তু আমি মনে করি, কোহলি না থাকায় পাকিস্তানি বোলাররা মানসিকভাবে এগিয়ে থাকবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর