পরিসংখ্যানে পাকিস্তান বনাম ভারত

পাকিস্তান বনাম ভারত লড়াই।

পরিসংখ্যানে পাকিস্তান বনাম ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। ইন্দো-পাকের এই মহারণ উত্তাপ ছড়িয়ে দেশ থেকে দেশান্তরে। এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে ঘরে ফেরে পাকিস্তান। ফলে প্রায় ১৫ মাস পরের এই ম্যাচ ভারতের কাছে প্রতিশোধের। শ্রেষ্ঠত্ব প্রমাণের আগে ভারত-পাকিস্তানের কিছু পরিসংখ্যান:

১। দুই দল ১২৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে।

ভারতের ৫২ ম্যাচের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। বাকি ৪ ম্যাচ পরিত্যক্ত হয়।
২। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে ৫ বার করে জয় রয়েছে দুই দলের। বাকি ম্যাচটি পরিত্যক্ত।
৩। সংযুক্ত আরব আমিরাতে ২৬ বার মুখোমুখি। পাকিস্তান জয় পেয়েছে ১৯ ম্যাচে। ভারত জয় পায় সাত ম্যাচে।
৪। দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি ৬৯ ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার।
৫। মুখোমুখি লড়াইয়ে দলীয় সর্বোচ্চ ৩৫৬ রান ভারতের। আর পাকিস্তানের সর্বোচ্চ রান ৩৪৪।
৬। সর্বনিম্ন রানও ভারতের, ৭৯। পাকিস্তানের সর্বনিম্ন ৮৭।
৭। দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ২৫২৬ রান করেছেন শচীন টেন্ডুলকার। ইনজামাম উল হকের সংগ্রহ ২৪০৩ রান।
৮। ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রান করেন পাকিস্তানের সাঈদ আনোয়ার।
৯। এশিয়া কাপে শচীন টেন্ডুলকার ও সালমান বাট ৫টি করে সেঞ্চুরির কৃতিত্ব দেখান।
১০। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক ৬০ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম।
১১। সেরা বোলিং নৈপুন্যে ৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের আকিব জাভেদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর