আর্জেন্টিনা ম্যাচের আগে বরখাস্ত হন ইকুয়েডরের পাঁচ খেলোয়াড়!

আর্জেন্টিনা ম্যাচের আগে বরখাস্ত হন ইকুয়েডরের পাঁচ খেলোয়াড়!

আর্জেন্টিনা ম্যাচের আগে বরখাস্ত হন ইকুয়েডরের পাঁচ খেলোয়াড়!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব মিডিয়ার ‘টপ নিউজ’ হওয়ার সুযোগ ছিল ইকুয়েডরের। কিন্তু সেটা হয়নি। ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়। তবে মাঠে তাদের পারফরমেন্স নিয়ে কোন অভিযোগ করেনি কেউ।

তবে এবার জানা গেল নতুন খবর। ওই ম্যাচের আগে নাকি শৃংখলা ভঙ্গের অভিযোগে ইকুয়েডরের পাঁচ খেলোয়াড়কে বরখাস্ত করা হয়।  

ম্যাচের আগের রাতে হোটেল ছেড়ে পাঁচ খেলোয়াড় বাইরে যায়। আর এটাই কাল হয়ে দাঁড়ায় দলের জন্য।

শৃংখলা ভঙ্গের দায়ে তাদের বরখাস্ত করে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। সংস্থাটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে খবরটি।  

সেদিন ইকুয়েডরের একাদশ দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। ‘আনকোরা’ সব খেলোয়াড়কে নিয়ে সাজানো একাদশ। তখনও জানা যায়নি ভেতরের খবর। তবে শুরুতেই এগিয়ে যায় ইকুয়েডর। তাই দর্শকও মনে করে ভেবেচিন্তেই দলটা নামানো হয়েছে। কিন্তু শেষমেষ ৩-১ গোলে হেরে মাঠ ছাড়ে স্বাগতিকরা।  

খেলায় হারের পর প্রশ্নবিদ্ধ হয় 'অনভিজ্ঞ' একাদশ নামানোর বিষয়টি। তবে পাঁচ খেলোয়াড়কে বরখাস্ত করার খবরে এখন অবশ্য বিষয়টা সবার কাছে পরিস্কার। ম্যাচের আগের রাতে ‘চুপি চুপি’ হোটেল ছেড়ে বাইরে গিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন  ইকুয়েডরের পাঁচ খেলোয়াড়। সেই পার্টি ছিল আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠে খেলার উদযাপন।  

ইকুয়েডর তাদের নাম গোপন রাখলেও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ম্যাচের আগে বরখাস্ত করা হয়েছিল তাদের।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘(কোচ) হোর্হে সেসিসো আমাদের কাছে রিপোর্ট করেন। সবকিছু বিচার-বিশ্লেষণ করে কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় পাঁচ খেলোয়াড়কে বরখাস্ত করার। ’ 

সম্পর্কিত খবর