নোয়াখালীতে শুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন একরামুল করিম চৌধুরী এমপি

নোয়াখালীতে শুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

আকবর হোসেন সোহাগ • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭)জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে।  

আজ (১৯ সেপ্টেম্বর, বুধবার) বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।  

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মাহবুবুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মণ্ডল,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুল হাসান মীরন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে সুবর্ণচর উপজেলা চাটখিল উপজেলার মুখোমুখি হয়।

খেলায় চাটখিলকে ৩-০ গোলে উড়িয়ে শুভসূচনা করে সুবর্ণচর। পরের ম্যাচে কোম্পানীগঞ্জ উপজেলার মোকাবিলা করে কবিরহাট উপজেলা।

উল্লেখ্য,নোয়াখালীর ৯টি উপজেলা এবং পৌরসভা দল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ২৩ সেপ্টেম্বর।

 


আকবর▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর