মাদারীপুরে সেতুর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাদারীপুরে সেতুর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী গ্রামের লোকজন ও  ত্রিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও এলাকবাসিরা বৃহস্পতিবার দুপুরে সেতুর দাবিতে ঘন্টা ব্যাপী মানবন্ধন ও আঞ্চলিক সড়ক অবরোধ করেছে। বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করেও কোন সুফল না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নেমেছে।

মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসিরা জানায়, যোগাযোগের একমাত্র মাধ্যম বাশেঁর সাকোটিও কয়েকদিন আগে ভেঙ্গে পড়ে গেছে, ফলে তারা বর্তমানে ঐ এলাকার মূল সড়ক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাই তাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য একটি সেতু অতি জরুরী হয়ে পড়েছে।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুজ্জামান নিপুন, সহ-সভাপতি আব্দুল গফুর সরদার, সদস্য ফারুক হাওলাদার, ছাত্রলীগ নেতা, মইনুল হোসেনসহ শিক্ষক-ম্যানেজিং কমিটিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর