বেনাপোলে অস্ত্র ব্যবসায়ী আটক

বিজিবির হাতে আটক অস্ত্র ব্যবসায়ী খালেক

বেনাপোলে অস্ত্র ব্যবসায়ী আটক

রিপন হোসেন চঞ্চল • যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল খালেক (৫৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (২১ সেপ্টেম্বর,শুক্রবার) ভোরে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। ধৃত খালেক ওই গ্রামের মৃত নইমুদ্দিন আলীর ছেলে।

ঘিবা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, অস্ত্র ব্যবসায়ীরা বেনাপোলের ৪ নম্বর ঘিবা গ্রামের খালেকের বাড়ির ছাদের ওপর অস্ত্র বেচা-কেনা করছে- এই গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন ও ৬ কেজি গাঁজাসহ খালেককে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক অস্ত্র-মাদকসহ খালেককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক খালেকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

 

রিপন▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর