দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

বাংলাদেশের কিশোরী ফুটবল টিম। প্রতীকী ছবি

দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ ও ভিয়েতনামের মেয়েদের ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। সেই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে ভিয়েতনামকে হারিয়েছে। গোল করেছেন তহুরা ও আখি।

রোববার কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

শুরু থেকেই ম্যাচের কর্তৃত্ব ছিল বাংলাদেশের হাতে। ভিয়েতনামের মেয়েরা রক্ষণাত্মক খেলতে থাকেন। একের পর এক আক্রমণ করেও স্বাগতিক মেয়েরা গোলের দেখা পায় ৪৫ মিনিটে। প্রথমার্ধের শেষ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

গ্রুপ পর্ব শেষে মোট আটটি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। এখান থেকে চারটি দল মূল পর্বে উঠবে। মূল পর্বে মোট আটটি দল অংশ নিবে। চারটি দল আগেই মূল পর্ব নিশ্চিত করে রেখেছে। আর বাছাইপর্ব থেকে চারটি দল মূল পর্বে উঠবে। থাইল্যান্ডে মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের সেপ্টেম্বরে।

এর আগে বাহরাইনকে ১০-০ গোলে, লেবাননকে ৮-০ গোলে ও লেবাননকে ৭-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। ভিয়েতনাম এর আগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পায়। তারা সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে, বাহরাইনকে ১৪-০ গোলে ও লেবাননকে ৭-০ গোলে হারায়।

টুর্নামেন্টে চার ম্যাচ খেলে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। চার ম্যাচে মোট ২৭টি গোল করেছে বাংলাদেশ। ভিয়েতনাম গোল করেছে ২৫টি। আর গোল হজম করেছে দুইটি। ‘এফ’ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর