ফরিদপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

সংঘর্ষের পর ভাঙচুর, লুটপাট।

ফরিদপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার মাজারদিয়া ইউনিয়নের কাকদী স্কুল নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় কাকদী বাজারের ১৫টি দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

পুলিশ এবং স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, আজ বেলা ১২টার দিকে সালথা উপজেলার মাজারদিয়া ইউনিয়নের কাকদী  মুরুটিয়া এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সমর্থীত আলহাজ্জ্ব মোহাব্বত মাতুব্বরের লোকজন বিষ্টুদী গ্রামে ভোটারদের কাছে ভোট চাইতে যায়। এসময় মাঝারদিয়া ইউনিয়নের অপর সভাপতি প্রার্থী আফসার মাতুব্বরের লোকজন তাদের বাধা দেয়।

একপর্যায়ে আফসার মাতুব্বরের লোকজন কাকদী বাজারে গিয়ে দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করে। এসময় বাজারের প্রায় ১৫টি দোকান ভাঙচুর করে। দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। পরে সালথা থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

(নিউজ টোয়েন্টিফোর/সোহাগ/তৌহিদ)