‘জাতিসংঘের হস্তক্ষেপ করার অধিকার নেই’

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং

‘জাতিসংঘের হস্তক্ষেপ করার অধিকার নেই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ‘হস্তক্ষেপ’ করার অধিকার জাতিসংঘের নেই।

সেনাদের ধর্ষণ, নির্যাতনের পর মিয়ানমার থেকে পলায়নরত রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার’ অভিযোগে দেশটির শীর্ষ জেনারেলদের জাতিসংঘের পক্ষ থেকে অভিযুক্ত করার পর তিনি এ কথা বললেন।

সম্প্রতি মিয়ানমারের শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের জন্য জাতিসংঘের তদন্তকারী দল আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের আহ্বানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করার পর এই প্রথম মিন অং হ্লাইয়াং এ বিষয়ে মুখ খুললেন।

তিনি বলেন, কোনো দেশ, সংগঠন বা গ্রুপের অন্য একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই। কেউ অভ্যন্তরীণ বিষয়ে মধ্যস্থতা করতে এলে তাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

গত মঙ্গলবার জাতিসংঘ তন্তকারীরা এক রিপোর্টে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত পাঁচটি কাজের মধ্যে অন্তত চারটির মুখে পড়েছে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। জাতিসংঘ তদন্তকারী দল রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর