ট্রেনের ছাদ থেকে ছাত্রকে ফেলে দিল দুর্বৃত্তরা

ট্রেন

ট্রেনের ছাদ থেকে ছাত্রকে ফেলে দিল দুর্বৃত্তরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বনানী এলাকায় ইসমাইল হোসেন নামে এক কলেজছাত্রকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্যরা।

ইসমাইল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টারপুর গ্রামের আসমত আলীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সোমবার সন্ধ্যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তেজগাঁওয়ের স্টেশন অফিসার রতন রায় বলেন, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার রেললাইনের পাশে অচেতন অবস্থায় পড়েছিল ইসমাইল। আমরা দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।

সেখানে তার জ্ঞান ফিরলে তিনি জানান, নারায়ণগঞ্জে এক বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের ছাদে করে ঢাকায় আসছিলেন। ট্রেনটি ক্যান্টনমেন্ট অতিক্রম করলে ২ থেকে ৩ জন ছিনতাইকারী ব্লেডের ভয় দেখিয়ে তার দুটি স্মার্টফোন কেড়ে নেয়।

ছিনতাই শেষে তারা চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তার মাথায় আঘাত লাগে।

রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক ঘটনার কথা শুনেছেন বলে জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর