ড্রয়িং রুম ছেড়ে রাজপথে আসুন

বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের জনসভা

ড্রয়িং রুম ছেড়ে রাজপথে আসুন

ড. কামাল হোসেনকে বাম জোটের নেতারা
জে এম রউফ▐ বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের জনসভায় নাগরিক ঐক্যের বিষয়ে ড. কামাল হোসেনের উদ্দেশ্যে নেতারা বলেছেন, ড্রয়িং রুম ছেড়ে রাজপথে আসুন, আন্দোলন সংগ্রামে অংশ নিন। যদি জনগণ আপনাদের গ্রহণ করে, তাহলেই আপনাদের সঙ্গে ঐক্য হতে পারে। ড্রয়িং রুমে বসে মিটিং করে স্বৈতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়।

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হক। কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিপিবি’র শাহ আলম, বাসদের বজলুর রশিদ ফিরোজ, কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের মুরাদ মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন সেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ কারণে নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে।

 

রউফ▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর