দেশে ফিরেছেন লক্ষাধিক হাজি

দেশে ফিরলেন হাজিরা

দেশে ফিরেছেন লক্ষাধিক হাজি

মোহাম্মদ আল-আমীন • সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ করে দেশে ফিরেছেন ১লাখ ২০হাজার ২৯০জন বাংলাদেশি হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৮৬টিসহ মোট ৩৪২টি ফ্লাইটে দেশে ফিরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৮৭০ জন ও সৌদি এয়ারলাইন্স ৫৯ হাজার ৪০৯ জন হজ যাত্রী পরিবহন করে।

এদিকে, চলতি বছরের হজ ফ্লাইটের নির্ধারিত সময় শেষ হয়েছে গত রাত ১২টায়।

তাই সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের হজ প্লাজা বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত শেষদিনের মতো বাংলাদেশ হজ প্লাজা দিয়ে হাজিরা দেশের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। আজ (২৬ সেপ্টেম্বর, বুধবার) থেকে যথারীতি পার্শ্ববর্তী আন্তর্জাতিক টার্মিনাল দিয়ে অবশিষ্ট হাজিরা দেশে ফিরছেন।

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে আসা বাংলাদেশি হজ যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করেছিল ধর্ম মন্ত্রণালয়।

এ লক্ষ্যে জেদ্দা বিমানবন্দরের একটি নির্দিষ্ট জায়গা ভাড়া নিয়ে মধ্য জুলাই থেকে বাংলাদেশ হজ প্লাজার কার্যক্রম শুরু হয়।


আল-আমীন▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর