ভাইদের বাঁচাতে গিয়ে ....

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো অ্যাড্রিয়ান ও তাদের পুড়ে যাওয়া বাড়ি

ভাইদের বাঁচাতে গিয়ে ....

সাহিদ রহমান অরিন

ঘরে আচমকাই আগুন। মুহূর্তে তা ছড়িয়ে পড়লো পুরো বাড়িতে। বিষয়টি টের পেয়ে সবার আগে ভাইদের প্রাণ বাঁচাতে এ ঘর-সে ঘর খোঁজাখোঁজি শুরু করলো অ্যাড্রিয়ান ক্রস। শেষে কিনা আগুনে পুড়ে নিজের প্রাণটাই দিয়ে দিতে হলো!

অথচ ছেলেটা জানতোই না যে, আগুন লাগার বিষয়টি সবার আগে টের পেয়েছে তার পরিবারের সদস্যরা।

সঙ্গে সঙ্গে নিরাপদ দূরত্বে চলেও আসে তারা। কিন্তু বাড়ি ছেড়ে বেরোনোর আগে ফেলে আসে ১২ বছরের শিশু আড্রিয়ানকে!

গেল সোমবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইনকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরে।  

আড্রিয়ানের দাদি জুন ক্রস বলেন, ‘বাড়ির দোতলায় আগুন লাগলে আমরা সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিই। ওই সময় বুঝতেই পারি নি যে, আমরা ওকে (আড্রিয়ানকে) ফেলে এসেছি।

ও ভেবেছে, আমরা সবাই ঘুমিয়ে আছি। ভাইদের বাঁচাতে ও ঘরেই ছোটাছোটি করছিল। কিন্তু (আগুন থেকে) রেহাই পায় নি। ওর চিৎকার শুনে আমরা আর্তনাদ করতে শুরু করি। ’

মিলওয়াকি দমকল বাহিনীর প্রধান মার্ক রোহলফিং বলেন, ‘ফোন কল পাওয়ার ৩ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু আগুন ততক্ষণে ভয়াবহ রূপ ধারণ করে। মুহূর্তেই বাড়ির নিচ তলা থেকে ওপর তলায় ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও ছেলেটিকে বাঁচানো সম্ভব হয়নি। ’

news24bd.tv
নাতি হারানোর শোকে কাঁদছেন দাদি জুন ক্রস 

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়িটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হলো, সে ব্যাপারে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে জানতে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িটি থেকে ৪ শিশুসহ দশজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

নাতির করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না জুন ক্রস। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ছোট্ট অ্যাড্রিয়ানের প্রাণের বিনিময়ে আমরা বেঁচে গেলাম। মহান সৃষ্টিকর্তা, তোমাকে ধন্যবাদ। ও এখন তোমার হাতে। ’


সূত্র: ডেইলি মেইল, উইচিটা ঈগল, ফক্স সিক্স

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর