পাল্টা কর্মসূচি দেবে না আওয়ামী লীগ: কাদের

ফাইল ছবি

পাল্টা কর্মসূচি দেবে না আওয়ামী লীগ: কাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ষড়যন্ত্রের ছক আঁকছে। এই মুহূর্তে আমরা দেশের রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। তাদের কোনও উসকানিতে পা দিয়ে পাল্টা কর্মসূচি দেবে না, আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীদের জরুরি বৈঠক শেষে তিনিএ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ বিএনপি এবং তাদের দোসররা নাশকতার পরিকল্পনা করছে। তাদের জাতীয় ঐক্যের কোনও ভবিষ্যত নেই। এটা কোনও জাতীয় ঐক্য নয়। এটা হচ্ছে নেতায় নেতায় ঐক্য, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।

কাদের বলেন, যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের জরিপে আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৪ ভাগ। তা হলে আমাদের বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য সম্ভব?

সেতুমন্ত্রী বলেন, রাজধানীতে ১৪ দলের এ কেন্দ্রীয় সমাবেশ বিএনপির সঙ্গে কোনো পাল্টাপাল্টি নয়। তাদের সমাবেশের তারিখ এখনো নির্ধারিত হয়নি। অনুমতি না নিয়েই তারা লাফালাফি করছে। সমাবেশের নামে কোনও নৈরাজ্য করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর