নৌবাহিনীর দুই সদস্য নিহত

ফাইল ছবি

নৌবাহিনীর দুই সদস্য নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে আইএসপিআর'র পক্ষ থেকে জানানো হয়েছে।

আইএসপিআর'র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন বলেন, সমুদ্রে প্রশিক্ষণ চলাকালে দু'জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।

প্রশিক্ষণের সময় মিস ফায়ারিংয়ের কারণে হতাহতের ঘটনাটি ঘটেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম জানান, পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি।

উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানতে কিছুটা সময় লাগবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর