'সরকারি চাকরিতে কোটা বাতিল চ্যালেঞ্জ হবে না'

ফাইল ছবি

'সরকারি চাকরিতে কোটা বাতিল চ্যালেঞ্জ হবে না'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সুপারিশ এসেছে তা বাস্তবায়ন করা সরকারের জন্য কোনও চ্যালেঞ্জ হবে না বলে মনে করেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠকের পর  সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

বেতন কাঠামোর নবম থেকে ১৩ তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি।

এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোটা বাতিল করে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উঠার জোর সম্ভাবনা রয়েছে।

মুহিত বলেন, মেয়েদের কোটা রাখার পক্ষে আমি মত দিয়েছিলাম। কিন্তু সেটা আর হচ্ছে না। প্রধানমন্ত্রী সেটা না করেছেন।

তিনি কোটা বাতিলের পক্ষে আছেন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর