ফাইনালে ভারতের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

ফাইল ছবি

ফাইনালে ভারতের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিকালে গড়াচ্ছে এশিয়া কাপের ফাইনাল খেলা। যেখানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চায় দুই দলই। ফলে নিজেদের সেরা দলটাই মাঠে নামাতে চায় তারা।

শেষের নাটকীয়তায় আফগানিস্তানের বিপক্ষে টাই হওয়া ম্যাচে মোট ৫ জনকে বিশ্রাম দিয়েছিল ভারত। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। ফাইনালি লড়াইয়ে টাইগারদের বিপক্ষে ফিরছেন তারা। বাদ পড়ছেন পেসার সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ ও দীপক চাহার এবং ব্যাটসম্যান লোকেশ রাহুল ও মণীশ পান্ডে।

অর্থাৎ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া।

বসে নেই বাংলাদেশও। ফাইনালে দল নির্বাচন নিয়ে চলছে চূড়ান্ত কাটাছেঁড়া। ওপেনিং ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারবার মুখ থুবড়ে পড়ছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। শেষ মুহূর্তে হয় মুশফিক, নয় মাহমুদউল্লাহ এসে দলের হাল ধরছেন। নতুনরা বারবার ব্যর্থ হচ্ছেন।

মুমিনুলকে দুই ম্যাচে সুযোগ দেয়া হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকারকে ওপেনিংয়ে নামানো হলেও তিনি ব্যর্থ। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে এ দুই মুখের যেকোনো একজনকে বাদ পড়তে হতে পারে। সেক্ষেত্রে মুমিনুলের বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দলীয় সূত্র অন্তত তাই বলছে। কারণ, সৌম্যকে দিয়ে বল করাতে পারে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে একজন বোলার বেশি নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। সেক্ষেত্রে মুমিনুলের স্থলাভিষিক্ত হতে পারেন আরিফুল হক। ব্যাট চালানোর পাশাপাশি হাতও ঘোরাতে পারেন তিনি। করতে পারেন মিডিয়াম পেস। আবার উইনিং কম্বিনেশনের কথা চিন্তা করে কোনো পরিবর্তন নাও আসতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক/মুমিনুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর