উদ্ভট মামলার কবলে শাওমি

শাওমি কোম্পানির লোগো

উদ্ভট মামলার কবলে শাওমি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীনের মোবাইল ফোন নির্মাতা কোম্পানি শাওমির বিরুদ্ধে মামলা করেছেন শাওমি আয়োজিত প্রতিযোগিতার এক প্রতিযোগী। কোম্পানিটির বিরুদ্ধে তিনি প্রতারণার অভিযোগ এনেছেন।

শাওমির প্রতিযোগিতাটি গেল বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলে। প্রতিযোগিতার শর্ত ছিলো- বিজয়ী হতে হলে প্রতিযোগীদেরকে ৩০০ শাওমি এমআই ৫এক্স, ৩০০ রেডমি নোট ৫এ বা ৪০০ স্মার্টফোন শাওমি রেডমি নোট৫ এক্স বা ৫এ বিক্রি করতে হবে।

 

পুরস্কার হিসেবে ছিলো শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহ-প্রতিষ্ঠিাতা লেই জুনের সঙ্গে দেখা ও ডিনার করার সুযোগ।

মামলার বাদী ইয়াং জানিয়েছেন, তিনি প্রতিযোগিতায় জিততে ৫২৩টি রেডমি নোট ৫এ বিক্রি করেছিলেন। কিন্তু পুরস্কার পাওয়ার ব্যাপারে শাওমির সঙ্গে যোগাযোগ করলে শাওমি তাদের শর্ত পূরণে অস্বীকৃতি জানায়।

এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে, এমআই ভক্ত হিসেবে শাওমির ডিনার বাতিল করার সিদ্ধান্তটিতে তিনি আহত হয়েছেন।

 

চুক্তি ভঙ্গ করায় শাওমির কাছ থেকে সাড়ে ৩ হাজার ডলার ক্ষতিপূরণও চেয়েছেন ইয়াং। চীনের হাইদিয়ান জেলা আদালত তার মামলাটি গ্রহণ করেছে। মামলাটি এখন তদন্তাধীন আছে।
 

সূত্র: গ্যাজেটস নাউ, বিজিআর ইন্ডিয়া

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর