প্রথম ভারতীয় নারী কুস্তিগীর হিসেবে ডাব্লিউ ডাব্লিউ ই-তে কবিতা

প্রথম ভারতীয় নারী কুস্তিগীর হিসেবে ডাব্লিউ ডাব্লিউ ই-তে কবিতা

প্রথম ভারতীয় নারী কুস্তিগীর হিসেবে ডাব্লিউ ডাব্লিউ ই-তে কবিতা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ইতিহাসের পাতায় আগেই নাম তুলেছিলেন কবিতা দেবী। এবার তার মুকুটে যোগ হল আরও একটি পালক। ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেনমেন্ট'র সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।  

২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে কুস্তিতে ভারতকে সোনা দিয়েছিলেন কবিতা।

তার সঙ্গে ডাব্লিউ ডাব্লিউ ই-এর চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এই খবরটি দিয়েছেন ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেনমেন্ট'র চ্যাম্পিয়ন জিন্দর মেহেল। খুব শীঘ্রই ডাব্লিউ ডাব্লিউ ই-এর নারীদের টুর্নামেন্টে নামতে চলেছেন কবিতা।

স্কুল জীবনে কাবাডি খেলতেন কবিতা।

পড়াশোনার পর চলে আসেন পেশাদার কুস্তিতে। আর এবারতো ডাব্লিউ ডাব্লিউ ই-এর মে ইয়ং ক্ল্যাসিকে নামতে চলেছেন তিনি। বেশ কিছুদিন তিনি ট্রেনিং নিয়েছেন ‘‌দ্য গ্রেট খালি’‌ দলীপ সিং রানার কাছে।

কবিতার কথায়, ‘‌প্রথম ভারতীয় নারী হিসেবেডাব্লিউ ডাব্লিউ ই-এর রিংয়ে নামব। অনুভূতিটা বোঝানো সম্ভব নয়। বিভিন্ন দেশের সেরাদের সঙ্গে লড়ার সুযোগ পাব। প্রথম ভারতীয় নারী হিসেবে এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি। ’‌

সম্পর্কিত খবর