আয়ারল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে 'হারিকেন ওফেলিয়া'

আয়ারল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে 'হারিকেন ওফেলিয়া'

আয়ারল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে 'হারিকেন ওফেলিয়া'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রবল শক্তি নিয়ে আয়ারল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ওফেলিয়া। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উত্তর আয়ারল্যান্ডের উপকূলে।

ইতোমধ্যেই বেলফাস্ট শহরের বিমানবন্দরে ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্কুল, কলেজ, সরকারি অফিস ছুটি দিয়ে দিয়েছে প্রশাসন।

বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট, শপিং মল। মানুষজনকে ঘরের মধ্যে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।  

উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ঝড়ের দাপটে দক্ষিণ-পশ্চিম আয়ার‌ল্যান্ড উপকূলে ঢেউয়ের উচ্চতা হয়েছে ২৭ ফুট।

মৎস্যজীবীসহ সবাইকে সমুদ্র থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।  

সম্পর্কিত খবর