প্রধানমন্ত্রীর জন্মদিনে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলি

মাইক্রোবাস ভাঙচুরের প্রতিবাদে পাগলা থানা আওয়ামী লীগের একটি গ্রুপের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলি

সৈয়দ নোমান • ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।  

পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নে শুক্রবারের ঘটে যাওয়া এ ঘটনায় একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের আরেক গ্রুপ।

পাঁচবাগ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক ওই গাড়ি বহরে ছিলেন। তার সাঙ্গ-পাঙ্গরাই তিন থেকে চার রাউন্ড গুলি ছোঁড়ে।  

এ বিষয়ে জানতে আশিকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ফখরুল জানান, স্থানীয় আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিল।

এমন সময় ৫ থেকে ৭টি মাইক্রোবাস পাঁচবাগ মোড়ে এসে গাড়ি থেকে গুলি ছোঁড়ে। স্থানীয়রা গাড়ির গতিরোধ করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে একটি মাইক্রোবাস ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে গোলাগুলির বিষয়টি জানা নেই।


নোমান▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর