এবার বাংলাদেশ দলকে কোহলির অভিনন্দন

বিরাট কোহলি।

এবার বাংলাদেশ দলকে কোহলির অভিনন্দন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শুক্রবার দুবাইয়ে ফাইনালে মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপের সামনে বাংলাদেশের বোলাররা যে সাহসিকতা দেখিয়েছে তার প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ, লক্ষণ, কাইফ। বাংলাদেশের লড়াকু মানসিকতাকে স্যালুট জানিয়েছেন তারা।

এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান, ‘গত রাতে দারুণ খেলে কঠিন ম্যাচটা জিতেছে ছেলেরা।

এশিয়া কাপে সপ্তম শিরোপা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকেও অভিনন্দন। ’

কাল এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ২২২ রান তুলেছিল বাংলাদেশ। ভারতের জন্য এটা অবশ্যই কম রান।

সেই রান তাড়া করতে নেমে হারতে হারতে জিতেছে রোহিত শর্মার দল। শেষ ওভারে ভারতের দরকার ছিল ৬ রান। ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে সহজ এ লক্ষ্যকেও কঠিন বানিয়ে দেয় মাহমুদউল্লাহ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর