যাত্রীর পকেটে ৭৫ লাখ টাকার সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া ৭৫ লাখ টাকার সোনা। ছবি: শুল্ক বিভাগের সৌজন্যে

যাত্রীর পকেটে ৭৫ লাখ টাকার সোনা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পকেট তল্লাশি করে প্রায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা। এসব সোনার মূল্য ৭৪ লাখ ২৫ হাজার টাকা।  

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে নামেন মোজাফ্ফর হোসেন (৪১)।

গোপন সংবাদ পেয়ে আগে থেকেই গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন শুল্ক কর্মকর্তারা। রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকা পার হওয়ার সময় মোজাফ্ফর হোসেনকে জিজ্ঞাসা করা হয়। প্রথমে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। তবে তার আচরণে অসংলগ্নতা পাওয়া যায়।
এ সময় ব্যাগেজ কাউন্টারে এনে আবারও জিজ্ঞাসাবাদ করলে সোনা থাকার কথা স্বীকার করেন তিনি। ওই যাত্রীর প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া প্যাকেটে ১১৬ গ্রাম ওজনের ১২টি বার ও ১০৫ গ্রাম ওজনের সোনার গয়না পাওয়া যায়। মোজাফ্ফরের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে।

মোজাফ্ফরের পাসপোর্ট দেখে জানা গেছে, তিনি গত ১০ মাসে ১৫ বার বিদেশে গেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত খবর