খুলনায় ৩ দফা দাবিতে মানববন্ধন

খুলনায় ৩ দফা দাবিতে মানববন্ধন

সামছুজ্জামান শাহীন, খুলনা

রাজস্ব খাতে স্থানান্তর, পে-স্কেল অনুযায়ী বেতর-ভাতা প্রদানসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন করেছে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারি কল্যাণ পরিষদ। আজ সকালে মহানগরীর শিববাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ১৯৯১ সালের নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে ৩য় ও ৪র্থ শ্রেনির কর্মচারীদের নিয়োগের ক্ষমতা প্রদানের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন আন্দোলনরত সংগঠনের সভাপতি লিটন দত্ত, সাধারণ সম্পাদক মোঃ মুকাব্বের ফকির, সোহেল হোসেন, মো. আরিফুর রহমান ও আব্দুল আউয়াল।

বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী নামমাত্র মজুরিতে তারা কাজ করছেন। সরকারি কলেজে চাকরী ও সরকারি সমস্ত দায়িত্ব পালন করেও এসকল কর্মচারীরা বেসরকারি। পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন।

কর্মচারীরা বলেন, কর্মরত অনেকের বয়স ৩০ বছরের অধিক।

এ কারনে মানবিক দিক বিবেচনায় স্ব স্ব সরকারি কলেজে পদ সৃষ্টি করে তাদেরকে রাজস্ব খাতভূক্ত করার দাবি জানানো হয়।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর