নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্বআঠারো পাইখার গ্রামের বাবু বর্মণ (৪৫) ও পাবনার চাটমোহর উপজেলার জালেশ্বর গ্রামের সাদ্দাম হোসেন (২৪)। তাঁর দুজন উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসি জানান, শনিবার সকালে ওই দুই শ্রমিক উপজেলার গোড়াই বটটেকি এলাকার বাবুল মিয়ার নির্মানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। বিকেলের দিকে তাঁরা নীচ থেকে দ্বিতীয় তলার ছাদে রড উঠানোর সময় ওই ভবনের পাশ ঘেষে যাওয়া বিদ্যুতের তারে রডের ছোয়া লাগে। এসময় তাঁরা দুজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে চিকিৎসার জন্য মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে আনা হলে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর