হ্যাকিং থেকে রেহাই পাননি জাকারবার্গও!

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

হ্যাকিং থেকে রেহাই পাননি জাকারবার্গও!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিরাপত্তা ত্রুটির কারণে ফেসবুকের প্রায় ৫ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। ঘটনাটি ক’দিন আগে ঘটলেও ফেসবুক কর্তৃপক্ষ সেটা চাউর করেছে পরশুদিন (২৮ সেপ্টেম্বর)।

এবার সেই হ্যাকিং সম্পর্কিত এক অবাক করা এক তথ্য প্রকাশ পেয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হ্যাকের তালিকায় রয়েছেন খোদ সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

হ্যাকারদের কবল থেকে বাঁচতে পারেননি তিনিও! এক হ্যাকার তো জাকারবার্গের অফিসিয়াল ফেসবুক পেজটি চিরতরে ডিলিট করে দেওয়ার হুমকিও দিয়েছে!

শুধু জাকারবার্গ নন, প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গসহ আরও বেশ ক’জন উচ্চ পদ্স্থ কর্মকর্তার অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন।

গেল আগস্টে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে তোপের মুখে পড়েছিল ফেসবুক। তারপরও এবার কিভাবে এত বড় সংখ্যক ব্যবহারকীদের ফেসবুক হ্যাক হলো? যদিও এ বিষয়ে সোশ্যাল জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকের ভিউ অ্যাজ ফিচারটির ব্যবহার হঠাৎ বেড়ে যাওয়ায় অসঙ্গতি ধরতে পারেন তারা।

এছাড়াও হ্যাকাররা ডিজিটাল টোকেন চুরি করে তার মাধ্যমে ৫ কোটি ব্যবহারকারীর তথ্য নিয়ে নিয়েছে।



আরও পড়ুন ► হ্যাকারদের কবলে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট

তবে অ্যাকাউন্টের কোনো তথ্য অপব্যবহার হয়েছে নাকি এটি ব্যক্তিগত তথ্য চুরি, সে সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ কিছু বলেনি। তবে ফেসবুকের প্রাথমিক তদন্তে এটি নিশ্চিত যে, বড় ধরনের আক্রমণ এটি ।

বর্তমানে ভিউ অ্যাজ ফিচারটিও বন্ধ করা হয়েছে। এর বাইরে আরও ৪ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরীক্ষা করছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কমপক্ষে ৯ কোটি ব্যবহারকারীকে আবার নতুন করে লগ ইন করতে হবে।

গেল শুক্রবার এ ঘটনায় ফেসবুকের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার দুই ফেসবুক ব্যবহারকারীর মামলা দায়ের করে। এর পাশাপাশি প্রায় ৬ হাজার ব্যবহারকারী জাকারবার্গের ফেসবুক পেজে এ সংক্রান্ত অভিযোগ করে।



সূত্র: দ্য ভার্জ, দ্য কুইন্ট

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর