নছিমন চালককে হত্যা, ২ জনের যাবজ্জীবন

নাটোর জেলা ও দায়রা জজ আদালত

নছিমন চালককে হত্যা, ২ জনের যাবজ্জীবন

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় নছিমন চালক আবুল কালাম মৃধাকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

আজ (৩০ সেপ্টেম্বর, রোববার) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।  

সাজাপ্রাপ্তরা হলো- নলডাঙ্গার বৈদ্যবেলঘড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে সাইফুল ও একই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে বাবু।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৪ সালের ২৭ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বাসুদেবপুর বাজার থেকে নাটোরে যাওয়ার কথা বলে হযরত আলীর ছেলে কালাম মৃধার নছিমন ভাড়া করে সাইফুল ও বাবু। পরে তারা চালক মৃধাকে হত্যা করে বাসুদেবপুর এলাকার একটি আখ ক্ষেতে লাশ ফেলে নছিমন নিয়ে পালিয়ে যায়।  

পরদিন সকালে স্থানীয়রা মৃধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা সেটি শনাক্ত করে।

 

এ ঘটনায় নিহত মৃধার বাবা হযরত আলী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাঠগড়ায় দণ্ডপ্রাপ্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।


নাসিম▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর