গোপনীয়তার মধ্য দিয়ে ওয়াশিংটনে সিনহার ‘ব্রোকেন ড্রীম’ বইয়ের উদ্বোধন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সুরেন্দ্র কুমার সিনহা।

গোপনীয়তার মধ্য দিয়ে ওয়াশিংটনে সিনহার ‘ব্রোকেন ড্রীম’ বইয়ের উদ্বোধন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বৃহত্তর ওয়াশিংটন বিএনপি-জামাতের নেতাকর্মীদের কড়া পাহারায় অত্যন্ত গোপনীয়তা আর নির্দিষ্ট আমন্ত্রীত ব্যক্তিদের উপস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বইয়ের ‘ব্রোকেন ড্রীম: রুল অব ল, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্র্যাসি’ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।  যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাতেগোনা ১০/১২জন অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বইয়ের ‘ব্রোকেন ড্রীম: রুল অব ল, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্র্যাসি’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের খবর পেয়ে বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

এসময় আমন্ত্রণপত্র না থাকায় তাদের হলরুমে ঢুকতে দেওয়া হয়নি। ফলে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহসভাপতি আনোয়ার হোসাইন, জুয়েল বড়ুয়া ও যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীরা হলরুমের বাইরে উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর