ফুসফুস ক্যান্সারে মাদক মামলার আসামির মৃত্যু

বরিশালের মানচিত্র

ফুসফুস ক্যান্সারে মাদক মামলার আসামির মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বরিশালে মোসলেম বারী (৫৫) নামের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। কাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোসলেম বারী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি গ্রামের হাসেম বারীর ছেলে। মাদক মামলায় ১ বছরের দণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন তিনি।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. ইউনুস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালের একটি আদালত মোসলেম বারীকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় মোসলেম পলাতক ছিল।  

অবশেষে গেল ১০ জলাই তাকে আটক করে পুলিশ। সেই থেকে কারাগারে সাজা ভোগ করছিলেন মোসলেম বারী।

জেলার মো. ইউনুস জানান, মোসলেম বারী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর অসুস্থতার কারণে কারাগার থেকে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎধানীর অবস্থায় তার মৃত্যু হয়। মোসলেম বারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর