রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

গৃহবধূর আত্মহত্যা [ফাইল ছবি]

রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে বাবলী আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রাতে ঘটনাটি ঘটেছে।  

নিহতের পরিবার বলছে, বাবলী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, বাবলীকে গুরুতর আহত অবস্থায় স্বামী সাদ্দাম হোসেন জরুরি বিভাগে নিয়ে আসেন।

কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসআই বাচ্চু মিয়া জানান, সাদ্দাম পেশায় সেলুন দোকানের কর্মচারী। তিনি শ্যামপুরের জুরাইনে শ্বশুর-শাশুড়ির সঙ্গে স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকেন।

সাদ্দাম জানান, তার শাশুড়ি অসুস্থ। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। সন্ধ্যায় স্ত্রী বাবলীসহ শাশুড়িকে দেখে বাসায় ফেরেন। তখন বাবলী তার কাছে মেহেদী কেনার জন্য ৪০ টাকা চায়। তিনি দেননি। পরে তর্কাতর্কি হয়।

সাদ্দাম বলেন, ‘সে আমাকে পাশের রুমে চলে যেতে বলে। আমি চলে যাই। পরে বাবলী দরজা বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর ডাকাডাকি করে শব্দ না পেয়ে দরজা ভাঙি। তখন ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসি। ’


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর